1. dainikpollysangbad@gmail.com : admin :
পাকিস্তান আমেরিকার দাস হয়ে গেছে’ কিন্তু ভারত স্বাধীন - দৈনিক পল্লী সংবাদ
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৩:০৭ অপরাহ্ন

পাকিস্তান আমেরিকার দাস হয়ে গেছে’ কিন্তু ভারত স্বাধীন

  • আপডেট : সোমবার, ৩০ মে, ২০২২
image_pdfপিডিএফimage_printপ্রিন্ট করুন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আমাদের প্রতিবেশী দেশ স্বাধীন। কিন্তু আমরা এখনও আমেরিকার দাস হিসেবেই রয়ে গেছি। তেলের মূল্য নিয়ে ভারত-পাকিস্তানের বিপরীতমুখী অবস্থানের প্রেক্ষিতে বর্তমান সরকারকে ইঙ্গিত করে সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এ কথা বলেন। খবর দ্য নিউজ।

ইমরান খান

গতকাল রোববার চরসাদ্দার শেখাবাদে একটি কর্মী সম্মেলনে ভাষণ দেওয়ার সময় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান বর্তমান সরকারের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, যখন ভারত রাশিয়া থেকে সস্তায় তেল কিনেছে এবং দাম কমিয়েছে, তখন আমেরিকার দাস পাকিস্তান সরকার পেট্রোলিয়াম পণ্যের দাম বাড়িয়েছে। এর মাধ্যমে ভারত দেখিয়েছে, তারা একটি স্বাধীন দেশ, আর আমরা পাকিস্তানিরা দাস। অথচ পাকিস্তানের দ্রুত অগ্রগতির জন্য একটি স্বাধীন পররাষ্ট্রনীতি অপরিহার্য।

pakistan petrolium price

            সম্প্রতি এক লাফে তেলের দাম অনেকটুকু বাড়িয়েছে পাকিস্তান

ইমরান খান তার ভাষণে সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের নির্যাতন এবং তাদের বাড়িতে অভিযান চালানোর জন্য জাতি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হামজা শাহবাজকে তার দল ক্ষমা করবে না। অভিযুক্তদের সবাইকে আইনের আওতায় আনা হবে এবং শীঘ্রই কারাগারে পাঠানো হবে।

তরুণদের আরেকটি লংমার্চের জন্য প্রস্তুত হতে বলে ইমরান খান বলেন, তার দল শীঘ্রই “আমদানি করা সরকার” পতনের জন্য ইসলামাবাদের দিকে অগ্রসর হবে। শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়া হলে, তারা (কর্মীরা) তাদের অধিকার ছিনিয়ে নেবে।

Print Friendly, PDF & Email
আরও সংবাদ
সর্বস্বত্ব: @ দৈনিক পল্লী সংবাদ
Developer By Moshiur Rahman Maruf