আবুল হোসেন রিপন, গুইমারা, খাগড়াছড়ি
খাগড়াছড়ির গুইমারায় দুই ইয়াবা ব্যাবসায়ীকে ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ অর্থসহ গ্রেফতার করেছে গুইমারা থানা পুলিশ।
গুইমারা থানা সূত্রে জানা যায়, গুইমারা থানার পরিদর্শক (তদন্ত) কাজী আবদুল খালেক এর নেতৃত্বে তার সংগীয় এসআই মোঃ আল-আমিন, এএসআই আব্দুল্লাহ আল মামুন, এএসআই প্রদীপ চন্দ্র শীল, এএসআই ইকবাল ও এএসআই অলি আহাদ ও ফোর্স সহ গুইমারা থানাধীন যৌথখামার সাকিনস্থ চাইলাপ্রু মার্মার রান্না ঘর হতে আসামি মোঃ ফারুক প্রকাশ সাকিব (৩৪) পিতা বশির আহমদ, কাছ থেকে ২৮ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ১০০০/- টাকা ও অপর আসামি উষাজাই মার্মা (২২) চাইলাপ্রু মারমা এর কাছ থেকে ২৫ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ৭০০/- টাকা সহ সর্বমোট ৫৩ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১৭০০/-টাকা সহ আটক করেন।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে গুইমারা থানায় ২০১৮ এর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬/১, ১০ (ক) অবৈধ মাদক দ্রব্য ইয়াবা রাখার অপরাধে মামলা দায়ের করা হয়। যার মামলা নং-০২, তাং-২৩-০৫-২০২২ইং।
এ বিষয়ে গুইমারা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মিজানুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।আসামিদেরকে ২৩ মে বিকাল ৩টায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।