চিরিরবন্দরে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রীর মৃত্যু
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্টে তানিয়া আক্তার (১৫) নামে একজন ছাত্রীর মৃত্যু হয়েছে। সে উপজেলার আলোকডিহী জে.বি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
রবিবার (১৯ জুন) বিকেল সাড়ে ৩ টায় উপজেলার আলোকডিহী ইউনিয়নের বেকিপুল এলাকায় এঘটনা ঘটে। মৃত তানিয়া আক্তার ওই এলাকার তোফাজ্জল হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানাগেছে পরিবারের সকলে একসাথে খাচ্ছিলো দুপুরের খাবার। খাওয়া শেষে তানিয়ার বাবা-মা নিজ কক্ষে যায় বিশ্রামের জন্য। তানিয়া নিজেও যায় তার শয়নকক্ষে। মোবাইলের চার্জ না থাকায় বিশ্রামের আগেই চার্জিং সংযোগ দিতে গিয়ে অসাবধানতার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয় তানিয়া। তার চিৎকার শুনে তারাহুরো করে ঘরে আসে বাবা-মা। মেয়ের এমন অবস্থা দেখে দ্রুত বিচ্ছিন্ন করা হয় বৈদ্যুতিক সংযোগ।
পরে তাকে বাবা-মা সহ প্রতিবেশীদের সহযোগিতায় উদ্ধার করে চিকিৎসার জন্য আনা হয় উপজেলার রানীরবন্দরের একটি বে-সরকারি ক্লিনিকে। কিন্তু ক্লিনিকে পৌঁছানোর আগেই তানিয়া’র মৃত্যু হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
বিষয়টি নিশ্চিত করেছেন আলোকডিহী ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোঃ তাজ উদ্দীন হোসেন শাহ্।