প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে চিরিরবন্দরে দিনব্যাপী কর্মশালা
দিনাজপুর প্রতিনিধি চিরিরবন্দর মাহাফুজুল ইসলাম আসাদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে জেলার চিরিরবন্দরে আজ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শরিফুল ইসলাম। প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ প্রান্তিক পর্যায়ে বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনা চিহ্নিত করার পাশাপাশি উদ্যোগসমূহের বহুল প্রচারে করণীয় নির্ধারণ বিষয়ে সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে কর্মশালার আয়োজন করা হয়।
চিরিরবন্দর প্রতিনিধি
প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগের বিষয়ক কর্মশালার সেই ১০টি পয়েন্টকে ১০টি গ্রুপের মাধ্যমে ভাগ করে ওয়ার্কশপ করা হয়। প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ও ১০টি উদ্যোগ- বাংলা মতী: নারীর ক্ষমতায়ন ও শিক্ষা সহায়তা বিরই : ডিজিটাল বাংলাদেশ ও কমিউনিটি ক্লিনিক এবং শিশু বিকাশ, বিন্নিঃ বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা, কালোজিরা : আশ্রয়ন ও পল্লী সঞ্চয় ব্যাংক, কাটারিভোগ : সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সবার জন্য বিদ্যুৎ।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কুমার সাহা, সাধারন সম্পাদক আহসানুল হক মুকুল, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম রাজীব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমজিএম সারোয়ার হোসেন , উপজেলা প্রকৌশলী ফারুক হাসান, উপজেলা সাব-রেজিষ্ট্রার উম্মে সালমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন, চিরিরবন্দর অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় এর চিরিরবন্দর প্রতিনিধি মাহাফুজুল ইসলাম আসাদ সহ উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-জনপ্রতিনিধি, দপ্তর প্রধান, পুলিশ, সাংবাদিক, ইমাম- পুরোহিত সুশীল সমাজের প্রতিনিধিসহ ১০০ জন অংশ নেন।
চিরিরবন্দর প্রতিনিধি
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা যেমন আমাদের সোনালি অতীতকে স্মরণ করিয়ে দেয়, তেমনি প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ আমাদের সোনালি ভবিষ্যতের সম্ভাবনাও জাগিয়ে দিয়েছে। এর মাধ্যমে আমাদের জীবন, সমাজ ও দেশকে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে শক্তি যোগাবে।