1. dainikpollysangbad@gmail.com : admin :
দিনাজপুরে ৪০ এতিম কন্যার যৌতুকবিহীন বিয়ের আয়োজন - দৈনিক পল্লী সংবাদ
রবিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৩, ০৯:২৯ পূর্বাহ্ন

দিনাজপুরে ৪০ এতিম কন্যার যৌতুকবিহীন বিয়ের আয়োজন

দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট : শুক্রবার, ২৭ মে, ২০২২
image_pdfপিডিএফimage_printপ্রিন্ট করুন
দিনাজপুরে ৪০ এতিম কন্যার যৌতুকবিহীন বিয়ের আয়োজন
লায়ন্স ক্লাব নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনটির স্থায়ী প্রকল্প শিশু নিকেতন (এতিমখানা) এর ৪০ জন নিবাসী মেয়ের একসঙ্গে বিবাহোত্তর বিদায় অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। আগামী ২৭ মে শুক্রবার দুপুরে শহরের গ্রীণ ভিউ কমিউনিটি সেন্টারে এ গণবিয়ের আয়োজন করা হয়েছে। এতিম মেয়েদের বিয়েতে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি উপস্থিত থাকতে আশ্বস্ত করেছেন বলে জানিয়েছেন দিনাজপুর শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম।
  
তিনি আরও জানান, দিনাজপুর শহর সমাজসেবা কার্যালয়ের আওতায় সমাজসেবা অধিদপ্তর, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ক্যাপিটেশন গ্রান্ট (অনুদান) প্রাপ্ত শিশু নিকেতন হোম (এতিমখানা) এর আগে ২০১৮ সালে ২০ জন নিবাসী কন্যার বিবাহোত্তর বিদায় অনুষ্ঠিত হয়।
দিনাজপুরের সচেতন মহল এ মহতি আয়োজনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ধনাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
প্রসঙ্গত, ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত দিনাজপুর শিশু নিকেতন এ পর্যন্ত ৩ শতাধিক এতিম মেয়েকে বিয়ে দিয়েছে।
Print Friendly, PDF & Email
আরও সংবাদ
সর্বস্বত্ব: @ দৈনিক পল্লী সংবাদ
Developer By Moshiur Rahman Maruf